মূল উৎপাদন খরচ পাঁচ ইউএস ডলারসহ আইফোন ৭-এর মোট উৎপাদন খরচ দাঁড়ায় ২২৪.৮০ মার্কিন ডলার, যা আইফোন ৬এস-এর উৎপাদন খরচের তুলনায় প্রায় ৩৬.৮৯ মার্কিন ডলার বেশি।
খুচরা বাজারে ভর্তুকিহীন ৩২ জিবি আইফোন ৭-এর বিক্রয়মূল্য ৬৪৯ মার্কিন ডলার। ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা আইফোন ৭-এ রয়েছে উচ্চ রেজিলিউশনযুক্ত ক্যামেরা। এই ফোনে কোনো হেডফোন জ্যাক রাখা হয়নি।
মঙ্গলবার আইএইচএস মার্কইট ‘বিল অফ ম্যাটিরিয়ালস’ নামে এক আর্থিক হিসাব প্রকাশ করে জানিয়েছে, আইফোন ৭-এ ব্যবহৃত কাঁচামাল তাদের প্রতিদ্বন্দ্বী স্যামসাং ইলেকট্রনিকস-এর সমান হলেও অ্যাপল তুলনামুলকভাবে বেশি লাভ করতে পারছে।
“অন্য সবকিছু সমান হলেও, হার্ডওয়্যারের জন্য অ্যাপল অন্যান্যদের চেয়ে বেশি লাভ করতে পারছে। তবে, আগের চেয়ে তাদের উৎপাদন খরচও বেড়ে গেছে অনেক"- বলেন আইএইচএস মার্কইট-এর বেঞ্চমার্কিং সেবার জ্যেষ্ঠ পরিচালক অ্যান্ড্রু রাসউইলার।
চীনের বাজারে এই নতুন আইফোন এখনও তেমনভাবে জায়গা করে নিতে পারছে না বলে জানিয়েছে রয়টার্স। অতিরিক্ত উচ্চমূল্যের কারণে সেদেশের মানুষ দেশীয় ব্র্যান্ডের ফোনের দিকেই বেশি ঝুঁকছে। 
 
Top