এ ছাড়া টিভি নেটওয়ার্কের টাইম ওয়ার্নার বিভাগ স্ন্যাপচ্যাটের জন্য বিশেষভাবে টিবিএস এবং অ্যাডাল্ট সুইম নামের আসল সিরিজ তৈরি করছে। রয়টার্স জানিয়েছে, স্ন্যাপচ্যাটের জন্য লাইভ স্টোরিজ তৈরির চুক্তিও নবায়ন করেছে প্রতিষ্ঠানটি।
চুক্তি মোতাবেক লাইভ স্টোরিজ এবং শো-এর নেতৃত্ব দেবে টার্নার এবং ডিসকাভার চ্যানেলের নেতৃত্ব দেবে স্ন্যাপচ্যাট।
২০১৫ সালে প্রথমবারের মতো স্ন্যাপচ্যাটের সঙ্গে অংশীদারিত্ব করে টার্নার। টার্নার-এর পক্ষ থেকে জানানো হয় প্রতি মাসে তাদের সেবা পৌছায় ৭৫ শতাংশ গ্রাহকের কাছে, যা স্ন্যাপচ্যাটের লক্ষ্য।
স্ন্যাপচ্যাটের ডিসকাভার ফিচারের মাধ্যমে প্রথম প্রতিষ্ঠান দু’টির অংশীদারিত্ব শুরু হয়। এবার নতুন চুক্তির মাধ্যমে সেবার পরিসর বেশ খানিকটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
 
Top