মোবাইল গেইম ক্ল্যাশ অফ ক্ল্যানস কারা খেলতে পারবে তা সীমাবদ্ধ করে দিচ্ছে ইরান।
মনোবিজ্ঞানীরা এই গেইমকে হানাহানি আর জাতিগত বিবাদের কারণ হিসেবে
চিহ্নিত করায় দেশটির সরকারি এক কমিটি এই গেইমটির উপর এই সীমাবদ্ধতা আরোপ
করে। তা ছাড়াও টিনএজাররা গেইমটিতে বেশি আসক্ত হয়ে গেলে তা পরিবারে
নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও জানান তারা।
চলতি বছর এক জরিপে জানা যায়, ইরানের ৬৪ শতাংশ মোবাইল গেইমাররাই এই গেইম খেলে থাকেন।
২৭ ডিসেম্বর দেশটিতে ক্ল্যাশ অফ ক্ল্যানস খেলা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ইরানের কিছু সাইট জানায়, অনেক গেইমার অনলাইনে এই গেইম খেলতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। ইরানের গেইমারদের আরেকটি দল জানিয়েছে, শুরুতে গেইমারদের বয়স নিশ্চিত করে খেলতে দেওয়ার কথা থাকলেও এখন সবাই এতে প্রবেশাধিকার পেতে ভোগান্তিতে পড়ছেন।
বিবিসি জানিয়েছে, এক বিবৃতিতে ইরানের রাষ্ট্রপক্ষের আইনজীবী ড.আব্দুলসামাদ খোরামাবাদি বলেন, “কমিটির ‘বড় অংশ’ এই অ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা আনতে জোর দিয়েছে।”
এর আগেও বহু ভিডিও গেইমসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। চলতি বছর অগাস্টে স্থানভিত্তিক হওয়ার কারণে দেশটিতে সাড়া জাগানো গেইম ‘পোকিমন গো’ নিষিদ্ধ করে দেওয়া হয়।
চলতি বছর এক জরিপে জানা যায়, ইরানের ৬৪ শতাংশ মোবাইল গেইমাররাই এই গেইম খেলে থাকেন।
২৭ ডিসেম্বর দেশটিতে ক্ল্যাশ অফ ক্ল্যানস খেলা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ইরানের কিছু সাইট জানায়, অনেক গেইমার অনলাইনে এই গেইম খেলতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। ইরানের গেইমারদের আরেকটি দল জানিয়েছে, শুরুতে গেইমারদের বয়স নিশ্চিত করে খেলতে দেওয়ার কথা থাকলেও এখন সবাই এতে প্রবেশাধিকার পেতে ভোগান্তিতে পড়ছেন।
বিবিসি জানিয়েছে, এক বিবৃতিতে ইরানের রাষ্ট্রপক্ষের আইনজীবী ড.আব্দুলসামাদ খোরামাবাদি বলেন, “কমিটির ‘বড় অংশ’ এই অ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা আনতে জোর দিয়েছে।”
এর আগেও বহু ভিডিও গেইমসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। চলতি বছর অগাস্টে স্থানভিত্তিক হওয়ার কারণে দেশটিতে সাড়া জাগানো গেইম ‘পোকিমন গো’ নিষিদ্ধ করে দেওয়া হয়।