সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের
প্রচারণায় অযাচিত হস্তক্ষেপের জন্য রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
করবেন বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
"আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি
এবং আমরা তা করবও"- মার্কিন রেডিও স্টেশন এনপিআর-কে তিনি বলেন।
সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ডেমোক্রেটিক
পার্টির ই-মেইল আর হিলারি ক্লিনটনের সহায়ক কিছু তথ্য হ্যাকের অভিযোগ আনে। তবে রাশিয়া
এই অভিযোগ অস্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।
নির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্পও তথ্য হ্যাকের এই অভিযোগকে ‘হাস্যকর’ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে
দিয়েছেন।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে,
রুশ হ্যাকাররা এই হ্যাকের সঙ্গে জড়িত এমন উপযুক্ত প্রমাণ তাদের কাছে রয়েছে।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক মুখপাত্র
জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সাইবার হামলায় জড়িত ছিলেন। কয়েক
ঘণ্টা পরে, ওবামা বলেন, “কোনো বিদেশী সরকার আমাদের নির্বাচনের অখণ্ডতাকে প্রভাবিত করতে
চাইলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। নিজেদের সময় এবং পছন্দমতো অবস্থান থেকে আমরা কাজ করে
যাব এতে কোনো সন্দেহ নেই।"
“কিছু হয়তো স্পষ্ট এবং তা প্রকাশিত হতে পারে। কিছু প্রকাশিত নাও হতে পারে।”
“পুতিন আমার মতামত জানেন, কারণ আমি
সরাসরি এই বিষয়ে তার সঙ্গে কথা বলেছি।”
২০ জানুয়ারি ওবামা তার অফিস থেকে বিদায়
নিচ্ছেন। আর তাই এই বিষয়ে মার্কিন সরকার কী ধরনের পদক্ষেপ নিতে পারে তা এখনও স্পষ্ট
নয়।
হ্যাক হওয়া ওই ই-মেইল নির্বাচনী প্রচারণার
চূড়ান্ত মুহূর্তে ডেমোক্রেটিক দলকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করেছিল।