বর্তমান বিশ্বে মোবাইল ডেটা প্ল্যান ভারতে সবচেয়ে স্বস্তা এবং দেশটির স্মার্টফোনের গড় খুচরা মূল্য প্রতিনিয়তই কমলেও একটি বড় অংশ এখনও ইন্টারনেট সেবা ব্যবহার করেন না, অ্যাসোচ্যাম-ডেলোয়েট-এর চালানো যৌথ জরিপে এমনটাই উঠে এসেছে, জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)।
জরিপে বলা হয়েছে, “ভারতে ইন্টারনেটের অনুপ্রবেশ বাড়ছে। সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড, স্মার্ট ডিভাইস এবং মাসিক ডেটা প্যাকেজগুলোকে সবার কাছে পৌঁছানোর জন্য ছড়িয়ে দেওয়া উচিত।”
“বর্তমান সরকারের কাঠামো আরও বিস্তৃত করা উচিত যাতে দূরবর্তী স্থানে ডিজিটাল সেবা পৌঁছানো যায়।”
জরিপে দেখা গেছে ভারতে ইন্টারনেটের ব্যবহার বাড়লেও একটি বড় অংশ এখনও তা ব্যবহার করছেন না। এমনকি দেশটির অনেকগুলো অঞ্চলে এখন পর্যন্ত ইন্টারনেট সেবাই পৌঁছায়নি।
প্রতিবেদনে আরও জানানো হয়, ভারতে প্রযুক্তিকে গ্রহণ করার প্রধান বাঁধাগুলোর মধ্যে একটি হল ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে জ্ঞানের হার কম।
দেশটির কিছু অংশ প্রযুক্তিতে পিছিয়ে থাকলেও কিছু অংশ অনেক এগিয়ে রয়েছে। তাই দেশটিতে নিজেদের ব্যবসার পরিধি বাড়াতে আগ্রহ প্রকাশ করছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
 
Top