রোবটটির নির্মাতা প্রতিষ্ঠানের প্রত্যাশা এক থেকে দুই বছরের মধ্যে এটি বাজারে আনা সম্ভব হবে। বর্তমান বাজারে এ ধরনের যে রোবটগুলো রয়েছে তার থেকে দামে সস্তা হবে ‘ফুরিয়ার এক্স১’ মডেলের রোবটটি, জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)।
চলতি মাসের শুরুতে শাংহাই-তে রোবটটি উন্মোচন করে স্টার্টআপ প্রতিষ্ঠান ফুরিয়ার ইন্টেলিজেন্স।
প্রতিষ্ঠান প্রধান গু জি বলেন, রোবটটির ভর ২০ কেজি। এই রোবট পক্ষাঘাতগ্রস্থ বা স্পাইনাল কর্ডজনিত প্রতিবন্ধীদের পুনরায় হাঁটতে সহায়তা করবে বলে জানানো হয়।
জি আরও জানান তার প্রতিষ্ঠানের উদ্দেশ্য বিদেশি মডেলের তুলনায় কম দামে রোবট সরবরাহ করা।
বর্তমানে ইসরায়েলি প্রতিষ্ঠানের তৈরি রিওয়াক এবং জাপানি প্রতিষ্ঠানের সাইবারডেন নামের একই ধরনের রোবট বাজারে পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে ফুরিয়ার এক্স১ মডেলের রোবটের দাম হবে বাজারের তৃতীয় সস্তা। একই ধরনের বৈদেশিক রোবটগুলোর দাম ৮৭০০০ থেকে ১৪৫০০০ মার্কিন ডলারের মধ্যে।
জি জানান তাদের তৈরি রোবট ব্যবহার করে প্রতিবন্ধী ব্যক্তি বসতে, দাঁড়াতে, হাঁটতে এবং সিঁড়ি বেয়ে উঠতে পারবেন।
এতে চারটি মোটর এবং চারটি ব্যাটারি রয়েছে। একবার পূর্ণ চার্জে এটি সাত ঘন্টা ব্যবহার করা যাবে।
বর্তমানে চীনে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা আট কোটি। এর মধ্যে বেশির ভাগই হাঁটতে পারেন না।
 
Top