বিবিসি জানায়, ডাউনিং স্ট্রিট-এ কুক মে’র সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ার পর যুক্তরাজ্য “পুরো ঠিক” অবস্থায় থাকবে বলেই তার ধারণা।
এ নিতে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে অ্যাপলের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
২০১৬ সালে অ্যাপল জানায়, তারা তাদের লন্ডন-এর প্রধান কার্যালয় ব্যাটারসি পাওয়ার স্টেশন-এ নিয়ে যাচ্ছে। ব্রেক্সিট ভোটের পরও বড় প্রতিষ্ঠানগুলো দেশটিতে বিনিয়োগ করছে- এই যুক্তির একটি প্রমাণ হিসেবে ওই উদ্যোগের প্রশংসা করে দেশটির সরকার।
এর আগে চলতি বছর জুনে অ্যাপল জানায়, ব্রেক্সিট ভোটের কারণে পাউন্ডের মূল্য কমে যাওয়ায় তারা নিজেদের অ্যাপ স্টোরে প্রায় ২৫ শতাংশ মূল্য বৃদ্ধি করছে। নতুন এই মূল্য অন্তত আইওএস ও ম্যাক অ্যাপ স্টোরের অ্যাপগুলোর জন্য ডলার আর পাউন্ডে মূল্যের বিনময় হার অনুসারে নয় বরং আক্ষরিক সমতা রক্ষা করে বলে সে সময় এক প্রতিবেদনে জানা যায়। এর আগে যুক্তরাষ্ট্রে ০.৯৯ ডলার মূল্যের কোনো অ্যাপের দাম যুক্তরাজ্যে ছিল ০.৭৯ পাউন্ড, এই পদক্ষেপের পর তা বেড়ে ০.৯৯ পাউন্ড হবে বলে জানা যায়।
 
Top